আগরপুর ডিগ্রী কলেজ

EIIN : 100440

এক নজরে আগরপুর কলেজ

আগরপুর ডিগ্রি কলেজ আগরপুর, বাবুগঞ্জ, বরিশাল। এক নজরে কলেজ ১ সভাপতি জনাব ব্রিগেডিয়ার জেনারেল(অব:) গোলাম জাকারিয়া ১ অধ্যক্ষ জনাব মো: এবায়েদুল হক শাহীন ২ উপাধ্যক্ষ জনাব মো: মাসুম বিল্লাহ ৩ লক্ষ্য ও উদ্দেশ্য শিক্ষাই জাতিকে সকল প্রকার অনগ্রসরতা থেকে উন্নতির পথে এগিয়ে নিতে পারে । সর্বজন স্বীকৃত এ উপলব্ধি থেকেই সন্ধ্যা নদীর স্নিগ্ধ প্রবাহধন্য ফুল-ফসলে মুখরিত জনপদ ঐতিহ্যবাহী আগরপুরে সর্বস্তরের জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠিত আগরপুর কলেজ । সংশ্লিষ্ট এলাকার দারিদ্র বিমোচন তথা এলাকার সহায় সম্বলহীন জনগোষ্ঠীর বিশেষ করে নারী শিক্ষা বিস্তারে ও দরিদ্র জনগোষ্ঠীর ক্ষমতায়নে ইতিবাচক ভূমিকা রাখছে। ৪ জমির পরিমাণ ৭.০০ একর খেলার মাঠ ২ একর একাডেমিক ভবন ২ একর পুকুর ১ একর আবাসিক এলাকা ১.৫ একর বিবিধ .৫ একর ৫ ভবনের সংখ্যা ০৭ টি ৬ একাডেমিক ভবন ভবন নং ০১ কক্ষ সংখ্যা ১১টি ভবন নং ০৫ কক্ষ সংখ্যা - ১০ টি ভবন নং ০৬ কক্ষ সংখ্যা ১০টি ৭ আবাসিক ভবন ০৩টি ভবন নং - ০২ একজন শিক্ষক পরিবার নিয়ে বসবাস করেন। ভবন নং ০৩ কক্ষ সংখ্যা ১৪টি ( ০৩ জন পরিবার সহ এবং ০৬ জন ব্যাচেলর শিক্ষক বসবাস করেন। ভবন নং ০৪ কক্ষ সংখ্যা ০৯টি ( ০৮ জন শিক্ষক পরিবার সহ এবং ০১ জন ৪র্থ শ্রেণির কর্মচারী বসবাস করেন) ৮ সাইকেল স্টান্ড ভবন নং - ০৭ ১০০ টি সাইকেল রাখার স্পেস সম্বলিত ৯ বিভিন্ন তহবিল স্থায়ী আমানত ১৫,০০০০০ টাকা শিক্ষক-কর্মচারী কল্যাণ তহবিল ২৫,৭৫,১০০ টাকা ১০ পরিচালনা পর্ষদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ১৫ সদস্য বিশিষ্ট কমিটি

আরো পড়ুন  

সভাপতি মহোদয়ের বাণী ....

“সার্বজনীন মান সম্মত শিক্ষাই মানুষকে সকল প্রকার অনগ্রসরতা থেকে উন্নতির পথে এগিয়ে নিতে পারে” সর্বজনস্বীকৃত এ উপলব্ধি থেকে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলাধীন প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত আগরপুর এলাকার সর্বস্তরের জনগণের ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় আগরপুর কলেজ।

বিগ্রেডিয়ার জেনারেল (অব:) গোলাম জাকারিয়া

সভাপতি

অধ্যক্ষের বাণী

দেশের আর্থসামাজিক উন্নয়নে শিক্ষার বিকল্প নেই। এ অঙ্গীকার নিয়ে এলাকার সর্বস্তরের জনগোষ্ঠীর ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে ১৯৯৪ সালের ৬ই অক্টোবর অরাজনৈতিক ও ধুমপানমুক্ত পরিবেশে মানসম্মত শিক্ষার প্রতিশ্রুতিতে প্রতিষ্ঠিত হয় আগরপুর ডিগ্রি কলেজ। যাদের ঐকান্তিক শ্রম এবং অনুদানে প্রতিষ্ঠিত এই কলেজ, আমি তাদের কৃতজ্ঞচিত্তে ও শ্রদ্ধাভরে স্মরণ করি।

মো. এবায়েদুল হক (শাহীন)

অধ্যক্ষ

গর্বিত ছাত্র

ভর্তি চলছে

একাডেমিক ক্যালেন্ডার